সুরতহাল প্রতিবেদন বলছে, তাসলিমার কপাল ও মাথায় ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। তাসলিমা-নজরুল দম্পতির তিন মেয়ে রয়েছে। আরও জানা গেছে, প্রতিদিন ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় বাইরে থেকে দরজায় চারটি তালা মেরে যেতেন নজরুল। মামলার এজাহারে বলা হয়, স্বামী নজরুল তাসলিমাকে হত্যার পর হাত-পা-মুখ বেঁধে, বিছানার চাদর দিয়ে প্যাঁচিয়ে ফ্রিজে লুকিয়ে রেখে নিজে গাড়ি চালিয়ে আত্মগোপনে চলে যান। সোমবার রাতে রাজধানীর কলাবাগানের ১ম লেনের ২৪ নম্বর বাসার ৬/বি নম্বর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় গৃহবধূ তাসলিমার লাশ। নির্মম এ হত্যাকাণ্ডটি রোববার রাতে ঘটেছে বলে ধারণা পুলিশের। লাশের মাথা ও মুখে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে, নিহতের ডান চোখের ওপরে আড়াআড়ি ১১ ইঞ্চি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মাথার ডানপাশে ও মাঝখানে পাঁচ ইঞ্চি করে ক্ষত রয়েছে। কপালেও...