
ম্যাচ জুড়ে আক্রমণের ঝড় বইয়ে দিল স্পেন। দারুণ ছন্দে থাকা মিকেল মেরিনো করলেন জোড়া গোল। বুলগেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার আরও কাছে পৌঁছে গেল লুইস দে লা ফুয়েন্তের দল। ঘরের মাঠে মঙ্গলবার রাতে ৪-০ গোলে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। স্পেনের আরেক গোলদাতা মিকেল ওইয়ারসাবাল। অন্যটি আত্মঘাতী। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষেই রইল স্পেন। এই চার ম্যাচে ১৫ গোল করার পাশাপাশি একটিও হজম করেনি তারা। একই সময়ে আরেক ম্যাচে জর্জিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয়ী তুরস্ক ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৩ পয়েন্ট নিয়ে তিনে জর্জিয়া। বুলগেরিয়া এখনও পয়েন্ট পায়নি। গ্রুপের শীর্ষ দল সরাসরি পাবে ২০২৬ বিশ্বকাপের টিকেট। রানার্সআপকে খেলতে হবে প্লে-অফে। প্রতিযোগিতামূলক ফুটবলে এই নিয়ে টানা ২৯ ম্যাচে অপরাজিত রইল স্পেন।...