মিরপুরের আগুনের ঘটনায় নিখোঁজদের খুঁজছেন স্বজনরা। অনেকে দিগবিদিক ছোটাছুটি করছেন হাসপাতাল থেকে ঘটনাস্থলে। কেউ রাস্তায় বসে আহাজারি করছেন, কেউবা প্রিয়জনের ছবি হাতে কান্নায় ভেঙে পড়ছেন। রাত বাড়লেও ঘটনাস্থল ত্যাগ করছেন না কেউ। ঘটনাস্থলে ছেলে সানোয়ারের ছবি হাতে নিয়ে অপেক্ষায় থাকা মা বলেন, ছেলে সকালে গার্মেন্টসে এসেছিল। আগুন লাগার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্বজনের অপেক্ষায় থাকা আরেকজন আশরাফুল ইসলাম। তিনি জানান, তার মেয়ে নার্গিস আক্তারের কোনো খবর পাচ্ছেন না। মেয়ের ছবি হাতে আহাজারি করে তিনি বলেন, আর্মি, বিজিবি, ফায়ার সার্ভিস কেউ কিছু বলছে না। ভেতরে কী অবস্থা, মাইয়াডার কিছু হইল কি না, কিছুই জানি না। অপেক্ষায় থাকা স্বজনরা জানান, আগুন লাগার পর থেকে স্বজনদের কোনো খোঁজ পাচ্ছেন না তারা। মোবাইল ফোনেও সাড়া পাচ্ছেন না তারা। নিহতদের...