মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় সিলেট মহানগরীর চৌহাট্রা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা ও মহানগর শাখা। এতে সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষক ও কর্মচারী অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রতিনিয়ত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে আমাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। কিন্তু সরকারপ্রণীত নিয়মিত সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছি। আমাদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে।’ তারা আরও বলেন, শিক্ষক সমাজ কোনো ভিক্ষা নয় বরং ন্যায্য অধিকার চায়। শিক্ষা খাতে উন্নয়নের জন্য শিক্ষকদের...