ভারতে এক শীর্ষ মাওবাদী নেতা ও প্রায় ৬০ জন গেরিলা সদস্য আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) মহারাষ্ট্রের গাদচিরোলি জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন মাওবাদী নেতা মাল্লোজুলা ভানুগোপাল রাও, যিনি সংগঠনে ‘সোনু’ নামে পরিচিত। আশির দশক থেকে মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এ আত্মসমর্পণের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন মাওবাদী বিদ্রোহ দমনে নতুন করে তৎপরতা শুরু করেছে ভারত সরকার। নয়াদিল্লি জানিয়েছে, আগামী বছরের মার্চের মধ্যেই এই বিদ্রোহীদের সম্পূর্ণভাবে দমন করতে চায় তারা। ছত্তিশগড় রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় সাংবাদিকদের বলেন, ‘যারা স্বাভাবিক জীবনে ফিরে আসছেন, তাদের স্বাগত জানাই। তবে যারা এখনো আত্মসমর্পণ করবেন না, তাঁদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।’ এর আগে গত আগস্টে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাও) এক...