আফগানিস্তান যেন ধ্বংসযজ্ঞই চালাল বাংলাদেশের বিপক্ষে। আবুধাবিতে তৃতীয় ওয়ানডেতে ২০০ রানের বিশাল জয় তুলে নিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে তারা। প্রথমে ব্যাট করে আফগানরা তোলে ৯ উইকেটে ২৯৩ রান, জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। এর আগে বাংলাদেশ ওয়ানডেতে সর্বশেষ ১০০ রানের নিচে অলআউট হয়েছিল ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে, ৮২ রানে। ওয়ানডেতে যেমন আফগানরা হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশকে, ঠিক তেমনি আগের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশই ৩-০ ব্যবধানে জিতেছিল। আফগানিস্তানের ইনিংসে শুরু ও শেষটা ছিল দুই অভিজ্ঞ ব্যাটার—ইবরাহিম জাদরান ও মোহাম্মদ নবির দুর্দান্ত ফিফটিতে সাজানো। পরে বল হাতে নিজের প্রথম পাঁচ উইকেট শিকার করে ইতিহাস গড়েন পেসার বিলাল সামি। তবে ধস নামান রশিদ খান—প্রথম তিন ওভারেই তুলে নেন তিনটি উইকেট, ওখানেই শেষ করে দেন বাংলাদেশের প্রতিরোধ। বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স এই সিরিজে...