জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৩ ব্যাচের সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে একই বিভাগের ৫৪ ব্যাচের নবীন শিক্ষার্থীদের আটকে রেখে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ইতোমধ্যে ১৬ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতদের মধ্যে অন্তত দুজনের বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে অন্যদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর ছাত্র হলের ৪০৩ নম্বর রুমে নবীন শিক্ষার্থীদের মানসিক নির্যাতন করা হচ্ছে বলে খবর পান বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। পরবর্তীতে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, হল সংসদের সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ আল-মাহদী, আ ফ ম কামালউদ্দিন হল সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবরার শাহরিয়ার...