এক সময় ওয়ানডে ছিল বাংলাদেশ দলের প্রিয় ও সফল ফরম্যাট। কিন্তু সেই সাফল্যের পুরোটাই এখন অতীত। বর্তমান আছে হতশ্রী অবস্থায়। তার নজির মিললো আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের মধ্য দিয়ে। মঙ্গলবার আবুধাবির জায়েদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে একেবারেই বাজেভাবে হেরেছে মেহেদি হাসান মিরাজের দল। আগে ব্যাটিং করে ২৯৩ রান তুলেছিল আফগানিস্তান। জবাবে মাত্র ৯২ রানেই অলআউট হয়েছে কথিত টাইগাররা। বরাবর ২০০ রানে হেরে হোয়াইটওয়াশের ষোলকলা পূর্ণ করেছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত স্বাদ পেয়ে হয়তো জেদ করেই ওয়ানডে সিরিজে নেমেছিল আফগানরা। সবগুলো ম্যাচে আধিপত্য দেখিয়ে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে হাশমতুল্লাহ শহীদিরা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২২১ রানে আটকে দিয়ে ৫ উইকেটে জয়। এরপর দ্বিতীয় ওয়ানডেতে ১৯০ রান তুললেও বাংলাদেশকে আটকে দেয় মাত্র ১০৯ রানে। ৮১ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে।...