তিনি বলেছেন, ‘এখন আগুন তেমন নেই, আশপাশের আগুনও নিভে গেছে। তবে কেমিক্যাল থাকায় আবারও আগুন জ্বলে উঠতে পারে—সে কারণে আমরা সতর্ক আছি। রাতে আমাদের ফায়ার ফাইটারদের একটি স্কেলিটন ইউনিট এখানে অবস্থান করবে, যেন পুনরায় আগুন জ্বলে উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।’ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ফায়ার সার্ভিসের ডিজি। ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, ‘আগুন কিছুটা কম আছে, তবে নিয়ন্ত্রণে বলা যাবে না। যেহেতু এটি কেমিক্যালের আগুন, তাই দ্রুত নেভানোর চেষ্টা করলে দুর্ঘটনা ঘটতে পারে। ধীরে-সতর্কভাবে কাজ করতে হচ্ছে। টঙ্গীর কেমিক্যাল দুর্ঘটনার মতো এখানেও সময় লাগতে পারে।’ তিনি বলেন, ‘এখনও ভেতর থেকে ধোঁয়া উঠছে। কারণ সেখানে বিপুল পরিমাণ কেমিক্যাল মজুত ছিল, যার রাসায়নিক গঠন জটিল। আগুন পুরোপুরি নির্বাপণে সময় লাগবে।...