১৫ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম প্রাচ্যের অক্সফোর্ড-ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে দীর্ঘদিন ধরে জ্ঞানচর্চা, গবেষণা এবং সৃজনশীল শিক্ষার কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে সাম্প্রতিককালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে, ফার্মেসি অনুষদে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ বারবার উত্থাপিত হয়েছে। অভিযোগ শুধু গুঞ্জনে সীমাবদ্ধ নয়, প্রমাণসহ একাধিক ঘটনার সাক্ষীও রয়েছে।যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হওয়ার কথা থাকলেও বাস্তবে ক্ষমতাশালী শিক্ষক গোষ্ঠীর ছত্রছায়ায় থাকা প্রার্থীরাই সুবিধাভোগী হন। অনেক ক্ষেত্রেই নিয়োগের সিদ্ধান্ত আগে থেকেই ঠিক করা, যেখানে ইন্টারভিউ কেবল আনুষ্ঠানিকতা মাত্র। গত ৫ আগস্টের পর ফার্মেসি অনুষদে একাধিক নিয়োগ ও পদোন্নতির বোর্ড বসেছে। তবে প্রতিটি বোর্ডেই যোগ্য প্রার্থীদের বাদ দেয়ার অভিযোগ রয়েছে।গত ২২ মে অনুষ্ঠিত ফার্মেসি...