আন্তর্জাতিক বিরতিতে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল সকালে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে ইন্টার মায়ামির মাঠ চেজ স্টেডিয়ামে, বাংলাদেশ সময় সকাল ছয়টায়। এ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আসছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সবচেয়ে বড় খবর, লিওনেল মেসির ফেরার পাশাপাশি অভিষেক হতে পারে তরুণ ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজের। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিসহ দলের কোচিং স্টাফদের ভাবনা, এই প্রীতি ম্যাচগুলোতে হারানোর কিছু নেই। তাই যাঁরা দলে ডাক পেয়েছেন, তাঁদের সবাইকে একবার করে দেখা উচিত। তাই ভেনেজুয়েলার বিপক্ষে যাঁরা একাদশে ছিলেন, তাঁদের কেউ কেউ হয়তো এবার বেঞ্চে থাকবেন। আবার বদলি হিসেবেও নামতে পারেন কয়েকজন নতুন মুখ। আর্জেন্টিনার সর্বশেষ অনুশীলন সেশন বিশ্লেষণ করে টিওয়াইসি জানিয়েছে, পালমেইরাসের লোপেজ হয়তো শুরু থেকেই মাঠে নামবেন এবং আক্রমণভাগে মেসির সঙ্গী হবেন। সোমবারের সংবাদ...