বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে যুক্তরাষ্ট্র এবার ছিটকে পড়েছে শীর্ষ ১০-এর বাইরে। হেনলি অ্যান্ড পার্টনার্সের সদ্য প্রকাশিত ‘হেনলি পাসপোর্ট সূচক’-এর নতুন সংস্করণে দেশটির অবস্থান এখন মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে ১২তম। ২০ বছর আগে সূচক চালু হওয়ার পর এই প্রথম এমন অবনমন ঘটল যুক্তরাষ্ট্রের পাসপোর্টের। ১৪ অক্টোবর প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক এই অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, একসময় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পতন শুরু হয় গত কয়েক বছরে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ছিল এক নম্বরে, ২০১৫ সালে দুই নম্বরে, আর গত বছর সপ্তম স্থানে—এবার নেমে এসেছে দ্বাদশ অবস্থানে। বর্তমানে মার্কিন নাগরিকরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৮০টিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। হেনলি অ্যান্ড পার্টনার্স জানায়, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)-এর তথ্যের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়। এতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি...