বিমান কান্তি ভট্টাচার্য, পেশায় চিকিৎসক। তিনি বাহুবল উপজেলার তুঙ্গেশ্বর গ্রামের বাসিন্দা। শখের বশে তিনি করেন চাষাবাদ। এ মৌসুমে ঘরের পাশে প্রায় ২০ শতক পতিত জমি আবাদ করে মাচা তৈরি করেন। চাষ করেন রঙিন তরমুজের সঙ্গে সাম্মাম। এই চাষে তিনি পেয়েছেন আশানুরূপ সফলতা। বর্তমানে মাচায় মাচায় ঝুলছে হলুদ, কালো ও সবুজ রঙের তরমুজ ও সাম্মাম। এর মধ্যে রয়েছে—বাইরে হলুদ ভিতরে লাল, বাইরে কালো ভিতরে লাল এবং বাইরে সবুজ ভিতরে হলুদ রঙের তরমুজ। ফলন দেখে মন ভরে যায়। খেতে রসালো ও সুস্বাদু এই তরমুজ ও সাম্মাম। এসব বিক্রি করে তিনি প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ টাকা লাভের আশায় আছেন। এখানে তার ব্যয় হয়েছে প্রায় ২০ হাজার টাকা। বিমান কান্তি ভট্টাচার্য জানান, তিনি চিকিৎসায় জড়িত হলেও কৃষির প্রতি রয়েছে তার গভীর আগ্রহ।...