এশিয়ান কাপ বাছাইয়ে জয়ের আশায় হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। একের পর এক গোল মিসে সেটি হাতছাড়া হয়েছে। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। ম্যাচটি দেখতে স্বাগতিক (হংকং) গ্যালারি ছিল কাঁণায় কাঁণায় পূর্ণ। ৪০ হাজার ধারণক্ষমতার গ্যালারি সেজেছিল স্বাগতিকদের লাল রংয়ে। ম্যাচ শেষে মাঠেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান হামজা চৌধুরী। সেখানে তাকে স্বাগতিকদের মাঠ নিয়ে প্রশ্ন করা হয়। সেটি নিয়ে বেশ উচ্ছ্বাসই প্রকাশ করলেন হামজা। তবে পরের প্রশ্নেই কিছুটা হাতাশা ফুটে ওঠল তার কণ্ঠে। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে হামজা বলেন, এটাই তো ফুটবলে চাই, বিশেষ করে এশিয়ায় (দর্শকের ঠাসা গ্যালারি)। এই খেলাটা আরও বড় হোক, বিশ্বমঞ্চে জায়গা পাক। এজন্য ধন্যবাদ জানাই হংকংয়ের সমর্থকদের, আর অবশ্যই ধন্যবাদ জানাই বাংলাদেশি সেই সমর্থকদেরও, যারা এখানে ভ্রমণ করে এসেছেন। আমাদের সামনে আবারও কিছু...