ঢাকা: অভিবাসন ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে এবং নীতিনির্ধারক, বাস্তবায়নকারী ও অংশীদারদের জন্য একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত দিকনির্দেশনা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে ‘অভিবাসন ম্যানুয়াল’ প্রণয়ন করেছে। একই সঙ্গে ‘বাংলাদেশ অভিবাসন স্ন্যাপশট রিপোর্ট ২০২৪’ প্রকাশ করেছে আইওএম।মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকায় ‘উন্নত অভিবাসনে জ্ঞানভিত্তিক উদ্যোগ’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে এ দুটি প্রকাশনা উন্মোচন করা হয়। বাংলাদেশ সরকারের সার্বিক দিকনির্দেশনায় ও ইউরোপীয় ইউনিয়ন, কানাডার ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ (আইআরসিসি) এবং ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের সহায়তায় প্রণীত এ ম্যানুয়ালটি বাংলাদেশে প্রথমবারের মতো অভিবাসন সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ তথ্য-সংগ্রহ ও প্রশিক্ষণমূলক প্রকাশনা হিসেবে তৈরি হয়েছে। এটি তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ, সুষ্ঠু সমন্বয় এবং অভিবাসন প্রবণতা সম্পর্কে সমন্বিত বোঝাপড়া বাড়াতে সহায়তা করবে।অভিবাসন ম্যানুয়ালটিতে ১৫টি বিস্তারিত মডিউল অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে অভিবাসন সম্পর্কিত...