কক্সবাজারের মহেশখালীতে মৎস্যচাষীদের শুঁটকি উৎপাদনে তোড়জোড় কক্সবাজারের মহেশখালীতে মৎস্যচাষীরা শুঁটকি উৎপাদনে তোড়জোড় শুরু করেছে, মাচা তৈরিতে পার করছে ব্যস্ত সময়। ক্ষুদ্র পরিসর থেকে শুরু করে বৃহৎ পরিসরে মাচা তৈরি করে বঙ্গোপসাগর থেকে আহরিত নানা জাতের মাছ শুকানোর কাজ শুরু হয়েছে। উপকূলীয় এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার অন্যতম প্রধান কেন্দ্র বঙ্গোপসাগর। শীতের মৌসুম একমাত্র মৎস্য শুকানোর উপযুক্ত বলে ব্যবসায়ীরা শুঁটকি উৎপাদনে ব্যস্ত সময় পার করে।বিগত ৫ বছর আগেও এর চেয়ে দ্বিগুণ উৎসাহে মহেশখালী উপদ্বীপ সোনাদিয়ার মগচরে ডামাডোল পিঠিয়ে চলতো শুঁটকি মহাল তৈরির মহোৎসব। কিন্তু দিন দিন এর জৌলুশ হারিয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) সোনাদিয়া ইক্যুটুরিজমের নামে ব্যবসায়ীদের বাধা প্রদানের কারণে ব্যবসায়ীরা মহেশখালীর শুঁটকি পল্লীর দিকে মোড় নেয়।সরেজমিন ঘুরে দেখা যায়, মহেশখালী জেটিঘাট সংলগ্ন এলাকা, রশিদ মিয়ার ব্রিজ সংলগ্ন, তাজিয়াকাটা, ঘটিভাঙ্গা,...