আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে অন্যসব বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়নি ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল। গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন বাস্তবতায় হতে যাওয়া এবারের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসু নির্বাচনে মূল লড়াইটা এই দুই সংগঠনের মধ্যে হবে বলে আভাস মিলছে। এবারের নির্বাচনে ছাত্রশিবিরের লক্ষ্য ৪৪ বছর পর চাকসুর নেতৃত্বে প্রত্যাবর্তন। আর সবশেষ নির্বাচনে সর্বদলীয় ছাত্র ঐক্যের প্যানেল থেকে এজিএস পদে জয়লাভ করা ছাত্রদল এবার এককভাবে গুরুত্বপূর্ণ পদগুলোতে জেতার লড়াইয়ে নেমেছে। এ লড়াইয়ের মীমাংসা হবে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর। ১৯৯০ সালে চাকসু নির্বাচনে সর্বদলীয় ছাত্র ঐক্য জয়ী হলেও নানা ঘটনা প্রবাহে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়েছিল ছাত্রশিবির। এরপর ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়ের পর ক্যাম্পাসে ছাত্রলীগের আধিপত্য বাড়তে থাকে। ২০১৪ সালে...