১. সঙ্গীকে বিশেষ গুরুত্ব দিন অনেকের মাঝে থেকেও সঙ্গীকে আলাদা করে গুরুত্ব দিন। বোঝান আপনি তার পাশেই আছেন। দূরে থাকলেও নিয়মিত খোঁজ নিন, মনে করিয়ে দিন, “তুমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।” ২. মন খুলে কথা বলুন সম্পর্কে কোনো জড়তা রাখবেন না। কোনো কিছু মনে চেপে না রেখে খোলামেলা আলোচনা করুন। সঙ্গীর কোনো আচরণ ভালো না লাগলে সরাসরি বলুন। আন্তরিক কথাবার্তাই দূর করে ভুল বোঝাবুঝি। ৩. প্রতিশ্রুতি রাখুন প্রেমে দেওয়া প্রতিশ্রুতি যেন শুধু কথায় সীমাবদ্ধ না থাকে। দেখা করার কথা দিয়ে দেখা না দেওয়া, ফোন করার কথা ভুলে যাওয়া এসব ছোট ছোট অভ্যাসই সম্পর্কের...