স্বৈরাচারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক দুর্গে দাঁড়িয়ে কেবল সম্প্রীতির কথাই নয়, বরং উঠে এলো স্বাধীনতার ইতিহাস, ১৭ বছরের নির্মম নির্যাতন আর ভবিষ্যতের এক বলিষ্ঠ অঙ্গীকারের এক ব্যক্তিগত মহাকাব্য। আজ মঙ্গলবার, কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী যেন নিজের জীবন ও রাজনৈতিক দর্শনকে উন্মোচিত করলেন হাজারো জনতার সামনে। ভাষণের শুরুতে এস এম জিলানী মুক্তিযুদ্ধের ইতিহাসের দিকে ফিরে তাকান। তিনি বলেন, "১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা চালাচ্ছিল, তখন একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, শহীদ জিয়াউর রহমান, সেই নির্যাতন সহ্য করতে পারেননি। তিনি নিজের জীবন বাজি রেখে বলেছিলেন, 'আমি বিদ্রোহ ঘোষণা করলাম পাকিস্তান সরকারের সাথে। আমি বিদ্রোহ ঘোষণা...