এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের বর্বর হামলার প্রতিবাদে সারাদেশে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। জনকণ্ঠের স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর:নীলফামারী ॥ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের বর্বর হামলার প্রতিবাদে নীলফামারীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এতে টুপামারী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল ওয়াহাব-এর সভাপতিত্বে বক্তব্য দেন চাঁদের হাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওয়ালিউর রহমান হেলাল, নীলফামারী বিএম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, কিসামত চড়াইখোলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল আজিজ, এমডিআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বারুনীর ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রনাথ রায় মিরু, উত্তর চওড়া...