চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১২ শতাধিক সদস্য মাঠ পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তাঁদের মধ্যে সাদা পোশাকধারী সদস্য, রিজার্ভ ফোর্স, ট্রাফিক পুলিশ, গোয়েন্দা শাখা ও বিশেষ টহল দল অন্তর্ভুক্ত রয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের মাঠে নিরাপত্তামূলক ব্রিফিং প্যারেডে জেলা পুলিশ সুপার এ তথ্য জানান। চাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম জেলা পুলিশ প্রস্তুত রয়েছে জানিয়ে পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম সানতু বলেন, নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব...