স্বৈরাচারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক দুর্গে দাঁড়িয়ে তিনি কেবল সম্প্রীতির কথা বলেননি—উঠে এসেছে স্বাধীনতার ইতিহাস, ১৭ বছরের নির্মম নির্যাতন এবং ভবিষ্যতের এক বলিষ্ঠ অঙ্গীকারের ব্যক্তিগত মহাকাব্য। মঙ্গলবার (৭ অক্টোবর) কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী যেন নিজের জীবন ও রাজনৈতিক দর্শন উন্মোচিত করলেন হাজারো জনতার সামনে। ভাষণের শুরুতে এস.এম. জিলানী ফিরে যান মুক্তিযুদ্ধের ইতিহাসে। তিনি বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা চালাচ্ছিল, তখন এক দেশপ্রেমিক সেনা কর্মকর্তা শহীদ জিয়াউর রহমান সেই নির্যাতন সহ্য করতে পারেননি। তিনি নিজের জীবন বাজি রেখে বলেছিলেন—‘আমি বিদ্রোহ ঘোষণা করলাম পাকিস্তান সরকারের সঙ্গে, পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে।’ নিশ্চিত ফাঁসি জেনেও তিনি দেশমাতৃকার...