আগামীদিনে বিএনপি ক্ষমতায় গেলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকার শব্দের বিলুপ্তি ঘটানো হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।পঞ্চগড়ের বোদায় মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার সাকোয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা কর্মসূচির বাস্তবায়ন ও ভোট কেন্দ্রের কমিটি গঠন নিয়ে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠকের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, বিএনপি ইতিমধ্যেই ৩১ দফা ঘোষণার মধ্যদিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানের পরিকল্পনা জনগণের সামনে এনেছে। যেখানে ক্ষুধা, দারিদ্রতা, আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে শিল্প বিপ্লব, শিক্ষা- সংস্কৃতি যুগোপযোগী করে গুনগত পরিবর্তন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন সুনিশ্চিত করার স্পষ্ট উল্লেখ আছে। পঞ্চগড় দুই আসনে সম্ভাবনাময় সব কিছুই কাজে লাগিয়ে শিল্প কারখানা তৈরি এবং বিদেশী ভাষা...