বৈশ্বিক কৌশলগত পরামর্শদাতা কোম্পানি দ্য এশিয়া গ্রুপ (টিএজি) বিনিয়োগ ও পরামর্শদাতা কোম্পানি ওসিরিস গ্রুপের সঙ্গে যৌথ অংশীদারত্বে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে; যেটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। মঙ্গলবার এশিয়া গ্রুপের ওয়েবসাইটে উভয় কোম্পানির মধ্যে কৌশলগত এ যৌথ উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, এ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকা ওসিরিস গ্রুপের স্থানীয় কর্মী ও নেটওয়ার্কের সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনভিত্তিক এশিয়া গ্রুপের বিশ্বমানের অভিজ্ঞতা যুক্ত হবে। নতুন এ অংশীদারত্ব বাংলাদেশে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে পরামর্শ, নীতি সহায়তাসহ সব ধরনের সমাধান দিতে কাজ করবে। উভয় কোম্পানির বিভিন্ন দেশে সফলভাবে কাজ করার অভিজ্ঞতা থাকার কথাও তুলে ধরা হয়েছে এ বিষয়ক ঘোষণায়। ভারতীয় বংশোদ্ভূত...