সাইফ হাসানের রান ৪৩। বাকি সব ব্যাটসম্যান আর অতিরিক্ত মিলিয়ে রান ৫০। ব্যস, বলার বাকি থাকে না আর কিছুই। হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে জরুরি ছিল প্রতিজ্ঞা, নিবেদন আর তাড়নার। প্রয়োজন ছিল নিজেদের ছাড়িয়ে যাওয়ার। অথচ বোলিংয়ে ব্যর্থতার পর জঘন্য ব্যাটিংয়ে বাংলাদেশ নেমে গেল নতুন তলানিতে। বিব্রতকর পারফরম্যান্সে শেষ হলো গ্লানিময় সিরিজ। তিন ম্যাচ সিরিজের শেষটিতে ২০০ রানে হেরে হোয়াইটওয়াশড হলো বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যাওয়া আফগানিস্তান দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রতিশোধ নিল ওয়ানডেতে। আগের ম্যাচের উইকেটেই ছিল এই খেলা। সেদিন ব্যাটিংয়ে ধুঁকেছিল দুই দলই। সেই অধ্যায় পেছনে ফেলে এবার ৫০ ওভারে ২৯৩ রানের পুঁজি গড়ে আফগানরা। সেদিনের মতোই ঠিক ৯৫ রানে আউট ইব্রাহিম জাদরান। শেষ দুই ওভারে তাণ্ডব চালিয়ে মোহাম্মাদ নাবি অপরাজিত থাকেন ৩৭ বলে ৬২ রানে। আফগানরা বড় স্কোর...