শেষবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের পর পেরিয়ে গেছে ৩৫ বছর। এই দীর্ঘ সময়ে দেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সাতটি, কিন্তু চাকসু নির্বাচন আর হয়নি। ছাত্র-গণঅভ্যুত্থানে রাজনৈতি পটপরিবর্তনের পর নতুন এক বাস্তবতায় অবশেষে বিশ্ববিদ্যালয়ে নিজেদের নেতৃত্ব নির্বাচনে শিক্ষার্থীদের অপেক্ষা শেষ হচ্ছে বুধবার। চট্টগ্রাম শহর থেকে দূরে পাহাড় ঘেরা ক্যাম্পাসে রাত পোহালেই বহুল প্রতীক্ষিত ভোট উৎসবে মেতে উঠবেন শিক্ষার্থীরা, যার সব আয়োজন শেষ করে এনেছে ভোটের জন্য গঠিত নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সপ্তম চাকসু নির্বাচন দিয়ে জীবনে প্রথমবারের মত ভোট দেওয়ার অভিজ্ঞতা হবে অনেক শিক্ষার্থীর। এবারই প্রথম ওএমআর ব্যালটে হবে চাকসুর ভোট। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যও থাকছে পৃথক কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ। জাতীয় নির্বাচনের মতো থাকছে স্বচ্ছ ব্যালট বাক্স, আর ওএমআর মেশিনে ভোট...