সিরিজটা আগেই খুইয়ে বসেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে দলের লক্ষ্য ছিল একটা জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়ানো, সঙ্গে ওয়ানডে র্যাঙ্কিংয়ের জন্যও মূল্যবান কিছু পয়েন্ট তুলে নেওয়া। কিন্তু কোনো লক্ষ্যই শেষমেশ পূরণ করা হলো না। বাংলাদেশ আফগানিস্তানের কাছে তৃতীয় ওয়ানডেতেও হারল। এবার ব্যবধানটা হলো সবচেয়ে বেশি, ২০০ রানে হারের লজ্জায় ডুবল মেহেদী হাসান মিরাজের দল। আর তাতে আফগানিস্তানের কাছে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের কবলে পড়েছে দল। শুরুতে ব্যাট করে আফগানিস্তান তুলেছিল ২৯৩ রান। জবাবে বাংলাদেশ গুটিয়ে গেছে ৯৩ রান তুলতেই। ব্যাট হাতে রান যা করেছেন সাইফ হাসানই। তার ৪৩ রানের পরের ১০ জন রান করেছেন যথাক্রমে ৭,৩,৭,৬,০,২,৪,৫,৯,২— এ যেন রীতিমতো টেলিফোন ডিজিট! পুরো সিরিজ যেমন ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে, শেষ ম্যাচেও এর ব্যত্যয় ঘটেনি। ২৯৪ রান তাড়া করতে নেমে নাঈম শেখ কিছুটা...