৪২তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অনুর্ধ্ব-২০ ওপেন বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। মেয়েদের বিভাগে বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু শিরোপা জিতেছেন। ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। শিরোপা জিতে সাকলাইন ফেসবুকে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ! দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জুনিয়র চ্যাম্পিয়ন হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। আমার পরিবার, কোচ এবং শুভাকাঙ্ক্ষীদের নিরন্তর সমর্থন ছাড়া এই যাত্রা সম্ভব হতো না যারা সব সময় আমার উপর বিশ্বাস রেখেছিলেন। দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখুন যাতে আমি ভবিষ্যতে আরও বড় হতে পারি এবং আরও বড় মাইলফলক অর্জন করতে পারি।’ টুর্নামেন্টে সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন ৮ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে এতিহ্য বড়ুয়া রানার-আপ, বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী...