মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচের প্রথম ইনিংসে আফগানিস্তান ৯ উইকেটে ২৯৩ রান সংগ্রহ করে। আফগানিস্তানের হয়ে ইব্রাহিম জাদরান করেছে ৯৫, মোহাম্মদ নবি অপরাজিত ৬২ ও গুরবাজ করেছে ৪২ রান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছে সাইফ হাসান। এছাড়াও, দুটি করে উইকেট পেয়েছে হাসান মাহমুদ ও তানভির ইসলাম। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৭ ওভার ১ বলে সব উইকেট হারায় বাংলাদেশ, সংগ্রহ করে ৯৩ রান। দলের হয়ে সাইফ হাসান ৪৩ রান সংগ্রহ করেছে, অন্যরা কেউ দুই অংকের ঘরে উঠতে পারেনি। এক সংখ্যার রানের...