আফগানিস্তানের দেওয়া ২৯৩ রানের পাহাড়চূড়া লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানেই অলআউট বাংলাদেশ। সিরিজ খোয়ানোর পাশাপাশি এবার হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেল মিরাজরা।ইনিংসের একদম শুরু থেকেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত উইকেট পড়ার মিছিল থামেনি একবারও। ব্যাটাররা কেউই বড় ইনিংস গড়তে পারেননি। একমাত্র সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত লজ্জাজনকভাবে ২০০ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার- কারও মধ্যেই ছিল না ধৈর্য কিংবা আত্মবিশ্বাস। ওপেনার মোহাম্মদ নাইম ধীরে খেলেও (৭ রান, ২৪ বল) রানের চাকা সচল রাখতে পারেননি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৩), তরুণ তাওহীদ হৃদয় (৭) ও মেহেদী মিরাজ (৬) দ্রুত বিদায় নেন।কেবল সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়েন। তার ব্যাট থেকে আসে ৫৪ বলে ৪৩ রান (২ চার, ৩...