স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এলাকার একটি ফুলের দোকানের সামনে কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে অপির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তির সময় দুর্বৃত্তরা অপিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে অপি দাস ও তার সঙ্গে থাকা তানিম নামের এক যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক অপিকে মৃত ঘোষণা করেন। আহত তানিম...