১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি পূরণে আশ্বাস ও প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন এক সময়ের আওয়ামীপন্থী এবং বর্তমানে জামায়াতপন্থী শিক্ষক নেতা প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী। পুলিশ ও প্রশাসন তাদের কর্মসূচি পালনে সহযোগিতা করলেও তাদের বিরুদ্ধে দিচ্ছেন নানা উস্কানিমূলক বক্তব্য, শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দাবির বিষয়ে ইতিবাচক হলেও নানাকৌশলে শিক্ষকদেরকে উস্কে দিচ্ছেন উপদেষ্টার বিরুদ্ধে। সংশ্লিষ্টদের অভিযোগ মূলত দাবির আড়ালে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন এই জামায়াতপন্থী শিক্ষক নেতা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের যে ব্যানারে আন্দোলন চলমান রয়েছে সেখানে আহ্বায়ককে আড়ালে রেখে সর্বত্রই নিজেকে জাহির করছেন সদস্যসচিব আজিজী। আর পেছন থেকে একটি রাজনৈতিক দল তাকে পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ অনেকের। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে...