১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম সেন্টমার্টিনে দ্বীপে নীল জলরাশি-বালুকাবেলায় পর্যটকদের বাড়তি আকর্ষণ নারিকেল গাছ। অনিন্দ্যসুন্দর দ্বীপ, নেই কোলাহল; নেই চিরচেনা ব্যস্ততা, সারি সারি নারিকেল গাছ, সেন্টমার্টিনের প্রবাল, নীল সমুদ্র, কেয়াগাছ, সাদা বালুকাবেলাসহ নানান সৌন্দর্যের মধ্যে পযর্টকদের আরো বেশি আকর্ষণ জোগায়। বলছি ‘নারিকেল জিঞ্জিরা খ্যাত সেন্টমার্টিনের কথা। ৮ বর্গকিলোমিটার আয়তনের দ্বীপটিকে আকর্ষণীয় করার কেন্দ্রবিন্দুতে রয়েছে চারিদিকে সারি সারি সাজানো নারিকেল গাছ। সমুদ্রের গন্ধ নিয়ে যখন বাতাসের টানে দোলা দিয়ে উঠে এই নারিকেল গাছের সারি; তখনই মনে হয় যেন সবুজ রঙের শাড়ি পড়ে যেন নববধূ হেলেদুলে হাটছে। যার আকর্ষণে প্রতিবছর দেশি-বিদেশি হাজার হাজার পর্যটকের আগমন ঘটে এই দ্বীপে। যার মনোমুগ্ধকর সৌন্দর্যে কেড়ে নেয় সবার মন। তার মধ্যে অন্যরকম ভাল লাগায় নারিকেল গাছের সারি। দ্বীপের চারিপাশে...