১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম এক মার্কিন বিজ্ঞানী তৈরি করেছেন এমন এক বিশেষ ধরনের কাঠ, যা ইস্পাতের চেয়ে ১০ গুণ বেশি শক্তিশালী এবং ৬ গুণ হালকা। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি ‘সুপার উড’ নামের এ উদ্ভাবনী কাঠ তৈরি করেছে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লিয়াংবিং হু জানিয়েছেন, শিল্পকারখানায় ব্যবহারের জন্য তিনি প্রায় ১০ বছর ধরে শক্ত ও টেকসই নির্মাণ উপকরণ তৈরিতে কাজ করছেন। তিনি বলেন, ‘আমার লক্ষ্য ছিল সেলুলোজ ব্যবহার করে কাঠকে আরো মজবুত করা। ২০১৭ সালে আমি প্রথম সফল হই, যখন রাসায়নিক প্রক্রিয়ায় সাধারণ কাঠকে উন্নত নির্মাণ উপাদানে রূপ দিতে পারি’।সুপার উড তৈরির প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, প্রথমে কাঠকে পানিতে ভিজিয়ে রাখা হয়, এরপর তা রাসায়নিক দ্রবণে সিদ্ধ করা হয় এবং পরে উচ্চচাপে...