১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে জাপানের কাছে অপ্রত্যাশিত হারের মুখ দেখলো ব্রাজিল। ম্যাচের ৫১ মিনিট পর্যন্ত দুই গোলে লিড নিয়েও শেষ পর্যন্ত জাপানের কাছে হারলো রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল উৎসবের পর জাপানের বিপক্ষেও শুরুটা দারুণ করেছিলো ব্রাজিল। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। তবে বিরতির পর উজ্জীবিত পারফরমেন্সে স্মরণীয় জয় তুলে নিলো জাপান। গতকাল টোকিওতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে এশিয়ার অন্যতম ফুটবল শক্তি জাপান। পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে এশিয়ার দেশটির প্রথম জয় এটি। দুই দলের আগের ১৩ ম্যাচের ১১টিতে জিতেছিল ব্রাজিল, ড্র হয়েছিল বাকি দুটি। গত মে মাসে আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর ৬ ম্যাচে ব্রাজিলের এটি দ্বিতীয় হার। এক...