১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম টিকিট যার, ভ্রমণ তার নীতি বাস্তবায়ন এবং টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এ উদ্দেশ্যে ২৩টি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা ৬ অক্টোবর থেকে দেশের বিভিন্ন রুটে নিয়মিত অভিযান পরিচালনা করছে। গতকাল মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, এসব টাস্কফোর্স ১২ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা এবং টিকিটের মূল ভাড়াসহ ১২ লাখ ২৯ হাজার টাকা আদায় করেছে। অর্থাৎ সাত দিনে মোট আদায় দাঁড়িয়েছে ১৭ লাখ ২৬ হাজার টাকা। অভিযানকালে টাস্কফোর্স সদস্যরা ট্রেনে যাত্রীদের টিকিটে থাকা নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করেন। এতে বিনা টিকিটে ভ্রমণকারী ৬ হাজার...