‘সকাল সন্ধ্যা’, ‘ঢাকায় থাকি’, ‘শুকতারা’, ‘সংশপ্তক’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘রূপনগর’, ‘আজ রবিবার’, ‘জোনাকী জ্বলে’ ধারাবাহিক নাটকগুলো কোনো এক সময়ে দেখার জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পর্দায় উন্মুখ হয়ে থাকত দর্শক। নব্বইয়ের দশকেও দর্শকের বিনোদন চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়নি বিটিভি। বাংলাদেশ টেলিভিশনই ছিল দর্শকের একমাত্র বিনোদনের ভরসা। নাটক দেখার পর গল্প বা অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় নিয়ে চলত আলোচনা। ওই সময় পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতার দর্শকও বাংলাদেশের চ্যানেলের ভালো মানের নাটকগুলো দেখতে পছন্দ করত। অথচ ক্যাবল-স্যাটেলাইটের যুগে এখন কলকাতার দর্শকের বিটিভি বা অন্যান্য চ্যানেল দেখতে হয় না। নন-ফিকশন কিংবা রিয়েলিটি শোতে বাংলাদেশের টিভিওয়ালারা কখনো সুবিধাজনক অবস্থানে ছিলেন না। বরাবরই ভরসার জায়গা ছিল নাটক। এখন সেই নাটক থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শক। ভারতীয় টিভি সিরিয়ালের দিকে ক্রমশ পাচার হয়ে যাচ্ছে দেশীয় নাটকের দর্শক।...