সৌন্দর্য ছড়াচ্ছে সাদা, গোলাপি ও সোনালি রঙের পদ্ম ও লাল শাপলা কুড়িগ্রামের বিলগুলোতে সৌন্দর্য ছড়াচ্ছে সাদা, গোলাপি ও সোনালি রঙের পদ্ম ও লাল শাপলা। এসব বিলে প্রতিদিন শত শত প্রকৃতিপ্রেমী মানুষ ছুটছে। অপরূপ সৌন্দের্র্যে বিমোহিত হয়ে পড়ছে। এ সব বিল পাখির কলকাকলি ও মৌমাছির গুন গুন শব্দে ভরে উঠেছে। সৃষ্টি হয়েছে অপরূপ দৃশ্যে। কুড়িগ্রামের সবচেয়ে বড় পদ্মবিল শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে রাজারহাট উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত চাকিরপাশা বিল। ২৮৩ দশমিক ২৮ একর এলাকা জুড়ে এর অবস্থান। এখানে এখন লাল পদ্মফুলে ভরে উঠেছে সমস্ত এলাকা।কুড়িগ্রাম জেলায় রয়েছে ৫২টি ছড়া ও বিল। বর্ষা মৌসুমের পরেই এইসব বিলে লালপদ্ম ও সাদা শাপলায় ভরে গেছে। যুগ যুগ ধরে সরকারি এই সব বিলে নানা ফুল ফোটায় সৌন্দর্যে প্রকৃতি প্রেমিকরা ছুটে...