দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। এ নিয়ে ‘সোচ্চার’ পরিচালিত এক জরিপে দেখা গেছে, ভোটারদের বড় একটি অংশ এখনো সিদ্ধান্তহীনতায় থাকলেও ভিপি, জিএস ও এজিএস— তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরাই এগিয়ে আছেন।গত ৮ থেকে ১১ অক্টোবর পর্যন্ত পরিচালিত এই জরিপে বিশ্ববিদ্যালয়ের মোট ৮০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৪১ শতাংশ নারী, ১৩ শতাংশ অমুসলিম এবং ৪ শতাংশ অবাঙালি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী। ৪৬ শতাংশ শিক্ষার্থী আবাসিক, ২৯ শতাংশ অনাবাসিক যারা ক্যাম্পাস সংলগ্ন এলাকায় থাকেন এবং ২৫ শতাংশ শহরে বসবাস করে শাটল ট্রেনে যাতায়াত করেন।জরিপে অংশগ্রহণকারী ৮৬ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, তারা এবার ভোট প্রদান করবেন। ভোট দেয়ার ক্ষেত্রে ৮৭ শতাংশ শিক্ষার্থী বলেছেন— প্যানেল দেখে...