আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং জুটিতে পরিবর্তন এনে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যর্থতায় কোনো পরিবর্তন আসেনি। ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছেন ব্যাটাররা। আগের ইনিংসে যেখানে উইকেট ছিল ব্যাটিং সহায়ক, একটু পরেই সেটা যেন হয়ে গেল বোলিং ফাঁদ। বাংলাদেশ সেই ফাঁদে ধরা দিয়ে আরেকবার গুটিয়ে গেল একশ পার হওয়ার আগেই, জুটল হোয়াইটওয়াশের লজ্জা। মঙ্গলবার (১৪ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান করে আফগানিস্তান। জবাব দিতে নেমে ২৭.১ ওভারে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। আফগানরা জয় পায় ২০০ রানের বড় ব্যবধানে। ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটাই রানের হিসাবে সবচেয়ে বড় হার। আগের রেকর্ডটা ১৪২ রানের, ২০২৩ সালে চট্টগ্রামে। সিরিজে প্রথমবার একাদশে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ নাঈম শেখ। কিন্তু সেই সুযোগ যেন হেলায় হারালেন তিনি। সাইফ...