টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স দেখানো বাংলাদেশ ওয়ানডেতে এসে যেন সম্পূর্ণ রূপ বদলে ফেলল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। ফলে আফগানিস্তানের কাছে ধবলধোলাইয়ের লজ্জা বরণ করতে হলো বাংলাদেশকে— যা আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে হোয়াইটওয়াশ। এর আগে আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশ ও আফগানিস্তান চারটি সিরিজ খেলেছিল। দুদলই জিতেছিল দুটি করে সিরিজ। তবে এবার ইতিহাস বদলে গেল— জয়ের মুখ না দেখেই হেরে গেল বাংলাদেশ। দুবাইয়ে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২৯৩ রান। জবাবে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। ফলে ২০০ রানের বিশাল ব্যবধানে জিতে নেয় হাসমতউল্লাহ শহীদির দল। ২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা যেন ভয়াবহ রূপ নেয়। ওপেনিং জুটি সাইফ হাসান ও...