দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে প্রার্থী নির্বাচন। সোমবার রাত ১২টার পর থেকে সব ধরনের প্রচার শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।মঙ্গলবার দিনজুড়ে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করেন। বিভিন্ন অনুষদ, একাডেমিক ভবন ও হল প্রাঙ্গণে ছিল পোস্টার, লিফলেট বিতরণ এবং মুখোমুখি সংলাপের ভিড়। তবে, ভোটার তালিকায় অনাবাসিক ও নিরপেক্ষ ভোটারদের অবস্থান নিয়ে স্বতন্ত্রপ্রার্থীরা কিছুটা হিমশিম খেয়েছেন। শেষ মুহূর্তে এসে সকলেই বেশ উৎফুল্ল। বিশ্ববিদ্যালয়ে আনাচে কানাচে প্রার্থী, ভোটার ও মিডিয়া কর্মীদের ভিড় নির্বাচনী আমেজকে করে তুলেছে এক জমজমাট উৎসব। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ফটকগুলোতে চেকপোস্ট বসানো...