চট্টগ্রামের হাটহাজারীতে চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাস হত্যাকাণ্ডের ঘটনায় অভিযান চালিয়ে মো. আফসার উদ্দীন (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আফসার উদ্দীন কক্সবাজার সদরের পানখালী এলাকার কবির আহম্মদের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে হাটহাজারীর সুজন কলোনিতে বসবাস করে আসছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, “আফসার হত্যাকাণ্ডে অংশ নিয়ে নিজেও আহত হয়েছে। সে গোপনে ওই এলাকার ফতেয়াবাদ ক্লিনিকে...