১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে হোম ম্যাচে না পারলেও অ্যাওয়ে ম্যাচে ঠিকই হংকং চায়নাকে রুখে দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক মাঠে বাছাইয়ে ‘সি’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে দশজনের স্বাগতিক দলের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। হংকংয়ের হয়ে ম্যাট অর এবং বাংলাদেশের রাকিব হোসেন একটি করে গোল করেন। আফসোসে পুড়তেই পারেন হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। গত ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে যদি বাংলাদেশ দল ৩০ সেকেন্ড আগে গোল হজম না করতো তবে শেষ পর্যন্ত ৩-৩ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়তে পারতো। ঘরের মাঠে ড্র করতে পারলে অন্তত এখন গ্রুপে বেশ ভালভাবেই টিকে থাকতে পারতো লাল-সবুজরা। কাল ড্র...