১৫ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যু ও কয়েকজনের দগ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান। আজ ১৪ অক্টোবর এক শোক বিবৃতিতে তিনি শোক বার্তা প্রদান করেন। শোক বিবৃতিতে তিনি বলেন, “১৪ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন মানুষ মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই হৃদয়বিদারক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনায় শ্রমজীবী মানুষদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতদের স্বজনদের বেদনা ভাষায় প্রকাশের নয়। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া...