১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তাকে সমন্বয়ক পরিচয়ে আটকে রেখে মারধরের অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। গতকাল মঙ্গলবার তাকে তার স্ত্রীর হেফাজতে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে। হেনস্তার শিকার ওই কর্মকর্তার নাম ওসমান গণি। তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী সচিব পদে রয়েছেন। জানা যায়, ওসমান গণি মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য। এছাড়া তার নামে বোর্ডে আওয়ামী প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। সোমবার সন্ধ্যার দিকে ষোলোশহর রেলস্টেশন এলাকায় সমন্বয়ক পরিচয় দেয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ওসমানের কথা-কাটাকাটি হয়। সেখানে ওসমানকে আটকে রাখেন ওই শিক্ষার্থীরা। পরে পুলিশ উপস্থিত হয়ে ওসমানকে থানায় নিয়ে যায়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান বলেন, সমন্বয়ক পরিচয়ে কয়েকজন ওসমান গণির সঙ্গে...