১৫ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম একটি দেশ ও সমাজের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা তার জনসাধারণের মন-মানসিকতা, শিক্ষা-সংস্কৃতি ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভরশীল। সে অর্থে রাষ্ট্র হিসেবে আমাদের অবস্থান কোথায়, তা নিয়ে বিচার-বিশ্লেষনসহ একটি গঠনমূলক উপসংহারে পৌছানো জরুরি হয়ে পড়েছে। কারণ, দুইশ বছরের পশ্চিমা ঔপনিবেশিক শাসনে আমাদের মৌলিক আত্মপরিচয়, ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস ও অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তিসমুহকে নড়বড়ে করে ফেলা হয়েছিল। ঔপনিবেশোত্তর বিশ্বে আমরা বারবার স্বাধীনতা আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য অনেক সংগ্রাম, ত্যাগ ও রক্ত দিয়েও স্বপ্নের স্বদেশ প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছি কেন, এই প্রশ্নের মিমাংসাসহ গতিপথ নির্ধারণের এখনই মোক্ষম সময়। এ উপমহাদেশের ইতিহাসে বাংলাদেশই একমাত্র দেশ যারা ভাষার মর্যাদার জন্য জীবন দিয়েছে এবং রাজনৈতিক-অর্থনৈতিক স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধে লাখো মানুষ অকাতরে জীবন দিলেও পরাক্রমশালী প্রতিপক্ষের...