১৫ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম দীর্ঘ দুই বছরের ভয়াবহ যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সেখানে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক প্রচেষ্টা শুরু হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক টাস্ক ফোর্সে যোগ দিতে প্রস্তুত রয়েছে তুরস্কের সেনাবাহিনী। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই আভাস পাওয়া গেছে। জানিয়েছে, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি বজায় রাখার জন্য আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তুরস্কের সেনাবাহিনী এই মিশনে অংশ নেবে এবং এটিকে তারা ফিলিস্তিনের আহত ভূমিতে শান্তি ফিরিয়ে আনার ধর্মীয় ও মানবিক দায়িত্ব হিসেবে দেখছে। এ বিষয়ে আলোচনার জন্য তুর্কি বাহিনী মিশরের শার্ম এল শেইখে একটি দল পাঠিয়েছে। এর আগের দিনই...