১৫ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, তা বানচালে নানা ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র জোরালো হওয়ার আলামত পরিদৃষ্ট হয়ে উঠেছে। নির্বাচনের বাকি প্রায় সাড়ে চার মাস। এই সময়কে সামনে রেখেই নানা শ্রেণি-পেশার দাবি-দাওয়ার নামে দেশে অস্থিরতা সৃষ্টি করে নির্বাচনকে বিলম্ব ও বানচাল করার চক্রান্ত চলছে। পর্যবেক্ষকরা স্পষ্ট করেই বলেছেন, এসব শ্রেণি-পেশার দাবি-দাওয়া যতই যৌক্তিক হোক, তাদের আন্দোলনের নেপথ্যে রয়েছে নির্বাচন বানচালের রাজনৈতিক ও দলীয় এজেন্ডা। ইতোমধ্যে এটা পরিস্কার হয়ে গেছে, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট তাদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও ভাতা বাড়ানোর পাশাপাশি সার্বজনীন বদলি চালুর দাবিতে যে কর্মবিরতি ও সড়কে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করে এবং সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ দ্রুত বাস্তবায়নে সড়ক অবরোধ...