১৫ অক্টোবর ২০২৫, ১২:২৭ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:২৭ এএম জামায়াত কোনভাবেই জাতীয় সংসদ নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওই রাজনৈতিক দল (জামায়াতে ইসলামী) সহ কিছু রাজনৈতিক দল তারা বোধহয় কোনভাবেই নির্বাচন চাচ্ছে না। কারণ এদের অতীত ইতিহাসে নির্বাচন-গণতন্ত্রের প্রশ্নে এদের কোন কমিটমেন্টই নেই। এটা প্রমাণিত যে, একটি রাজনৈতিক দল বলেই যে আমরা শুধু বলছি এটা তা না। রিজভী বলেন, ওদের যে কমিটমেন্ট নেই এটা প্রমাণ ’৮৬ সালের নির্বাচনে দেখেছেন না, সবাই বলল এরশাদের অধীনে নির্বাচনে যাবো না। শেখ হাসিনা চলে গেলেন তারপর সেই ইসলামী দলটি চলে গেলেন। বেগম খালেদা জিয়া নির্বাচনে যাননি। কারণ তিনি কথা দিয়েছেন সেই কথা রেখেছেন। আমরা সবসময় দেখেছি যে, তারা যে পরাজিত যে...